‘দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন’ এই শ্লোগান নিয়ে রাজবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী পৌরসভার অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মোঃ কেফায়েত উল্লাহ বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম, সেক্রেটারী মোঃ আবু তাহের, ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি শরিফুল ইসলাম ও কলেজ শাখার সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।