ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৯-২১ ১৫:৩৫:৩৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দেশে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না। এমনকি ইউরোপ আমেরিকার থেকেও বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে আছে। আমরা আমাদের দেশে যারা বাস করি, এদেশের যারা সন্তান তারা সকলেই এদেশের নাগরিক। এদেশে কোন সংখ্যাগুরু ও সংখ্যালঘু নেই। ইতোমধ্যেই জামায়াত সেটা প্রমাণ করেছে।

 গতকাল ২১শে সেপ্টেম্বর সকাল ১০টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন, আমরা রাত-দিন হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহাড়া দিয়েছি। আপনারা দেখেছেন আমাদের জামায়াতের ভাইয়েরা, ছাত্র শিবিরের ভাইয়েরা মন্দিরের সামনে নামাজ আদায় করেছেন। সামনের পূজাতে আমরা হিন্দু ভাইদেরকে বলেছি যেকোনো সহযোগিতা লাগলে আমরা তাদের করবো। আমরা হিন্দু ভাইদের বলেছি আমাদের সাথে যোগাযোগ করতে, আমরাও তাদের সাথে যোগাযোগ করবো। ইসলামে আছে যার যার ধর্ম সে সে পালন করবে।

 তিনি আরও বলেন, মব জাস্টিস করা যাবে না। জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না। স্বৈরাচার যে কাজ করেছে আমরা সে কাজ কিভাবে করবো। আপনি, আমি কেন আইন হাতে তুলে নিব। গত পরশু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলে যে ছেলেটিকে পিটিয়ে মারা হয়েছে এই নৃশংসতা কি মানুষ সহ্য করতে পারে। এই হত্যাকান্ডের সাথে যে ৬জন জড়িত ছিলো তারা নাকি সবাই ছাত্রলীগের। দেশে তারা চাচ্ছে আবার চাক্কা ঘ্ুুরিয়ে দিতে। তারা প্রথমত জুডিশিয়াল ক্রু করার চেষ্টা করলো, আমাদের ছাত্র ভাইয়েরা সেটা নস্যাৎ করলো। আনসার দিয়ে তারা চেষ্টা করলো কিন্তু ছাত্র ভাইয়েরা সেটাও প্রতিহত করলো। সে সময় একজন সমন্বয়ক গুরুতর আহত হয়েছিল। সে সিএমএইচএ ভর্তি ছিলো। আমাদের আমীরে জামায়াত তাকে দেখতে গিয়েছিল। কাজেই আমাদের এই কষ্টার্জিত স্বাধীনতা আমরা বিলীন হয়ে যেতে দিতে পারিনা। আজকে জনগণকে, ছাত্রদেরকে, আমাদেরকে সজাগ থাকতে হবে। এই আন্দোলন জনগণের আন্দোলন, এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, এই আন্দোলন হিন্দুদের আন্দোলন, এই আন্দোলন বৌদ্ধদের আন্দোলন, এই আন্দোলন খ্রিস্টানদের আন্দোলন, এই আন্দোলন দেশের সকল মানুষের আন্দোলন।

 তিনি বলেন, এই আন্দোলনে শিক্ষক শিক্ষার্থীরা কিভাবে রাস্তায় নেমেছে আপনারা সেটা দেখেছেন। সিএনজি চালকরা নেমেছে, জনগণ নেমেছে। ঢাকার আন্দোলন গুলোতে আমরা দেখেছি গৃহবধূকে পানি, শরবত নিয়ে রাস্তায় নামতে। আমরা দেখেছি দুইহাতে হ্যান্ডকাপ পড়া এক ছেলেকে তার মা পিঠ চাপড়ে দিয়ে বলেছেন যাও তুমি ভয় পেও না। কাজেই এ সমস্ত মায়েদেরকে আমরা স্যালুট জানাই। বাংলার বুকেতে এই সমস্ত মায়েরা যতদিন জীবিত থাকবে হায়েনারা আমাদের স্বাধীনতাকে হরণ করতে পারবে না। আমাদের তিন দিকে ভারত সামান্য মিয়ানমারের সীমান্ত। স্বাধীনতা যদি কেউ হরণ করে তাহলে ভারত করবে, অন্য কেউ নয়। আজকে আপনি ছাত্রলীগ করেন, বিএনপি করেন, অন্য দল করেন সমস্যা নেই। কিন্তু কমন শত্রুদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ি। সারা দেশে যারা পুলিশ প্রশাসনে আছেন, সিভিল প্রশাসন আছেন, বর্তমানে আর্মিরা মাঠে আছেন, সকলের সাথে আমাদের যোগাযোগ আছে। সকলকে আমরা সহযোগিতা করতে চাই। রাজবাড়ীর প্রশাসনকে আমরা বলতে চাই কেন্দ্রীয় জামায়াতের নির্দেশে আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের জামায়াত শিবিরের কোন নেতা কর্মী কিংবা কোন সদস্য যদি কোন অন্যায় কাজ করে থাকে তাকে কোন ছাড় দেওয়া হবে না। কোন অন্যায় কাজ আামরা প্রশ্রয় দিব না।

 সাইফুল আলম খান মিলন বলেন, স্বৈরাচার সরকারের নৃশংসতা জাতির সামনে যেমন উন্মোচন হওয়া দরকার, তেমনি গোটা পৃথিবীর কাছে উন্মোচন হওয়া দরকার। স্বৈরাচার কোন জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। একাত্তর সালের দেশ স্বাধীন হওয়ার পরে যেই শেখ মজিবুর রহমানের জন্য আমি নিজে মিছিল করেছি, আমরা তার মুক্তি চেয়েছি। সেই তিনি এসে বাকশাল কায়েম করলেন। যার ফলে এই জাতি পথ হারাইলো, আমরা কাঙ্খিত স্বাধীনতার সুফল পেলাম না। এরপর গত ১৫ থেকে ১৭ বছর হাসিনা সরকার আমাদের সবটুকু কেড়ে নিয়ে গেলো। তাদের অত্যাচারে দেশ একটা বদ্ধভূমিতে পরিনত হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী, মিরপুর ও উত্তরাতে যে কি পরিমাণ হত্যাকান্ড হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতন না।

 তিনি বলেন, আপনাদের কি মনে আছে আবু সাঈদের কথা, আবু সাঈদ কখনো কল্পনা করেতে পারেনি তার বুকে গুলি চালানো হবে। আবু সাঈদ গরীব ঘরের ছেলে। সেই গরীব ঘর থেকে ফুটে ওঠা একটি লাল গোলাপের ভবিষ্যতকে পুলিশের গুলিতে সর্বশান্ত করে দেওয়া হলো। তার পরিবারটা ধ্বংস হয়ে গেলো। উত্তরায় মুগ্ধর ওপর অত্যাচার চালানো হয়েছে। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো। মুগ্ধ কোন দল করতো না, কোন রাজনীতি করতো না। যখন আন্দোলন চলছিলো তখন সে গরমের মধ্যে সকলকে পানি খাইয়েছে। মুগ্ধ বলেছিলো পানি লাগবে, পানি লাগবে। মুগ্ধর এই আওয়াজ বাংলাদেশের মানুষকে, পৃথিবীর মানুষকে কাঁদিয়েছিলো। কতটুকু নৃশংস হলে মুগ্ধর ওপর গুলি চালানো যায়। তাই আজকে আমরা বলতে চাই ও দাবী জানাতে চাই এইযে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা হলো আমাদের জাতীয় বীর। আমাদের পাঠ্যপুস্তকে তাদের জায়গা দিতে হবে এবং শহীদের তালিকায় তাদের নাম দিতে হবে। তাদের পরিবারকে মাসিক ভিত্তিতে মাসোয়ারা দিতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু এই সরকার এখনো সেই ব্যবস্থা করতে পারে নাই। এই সরকার ব্যর্থ হয়ে যাক আমরা সেটা চাইনা। আমরা জামায়াতের পক্ষ থেকে বলেছি যতটুকু সহযোগিতা এই সরকারকে করা দরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী সেটা করবে। তাই তারাহুরো করা আমাদের উচিত না। দেশে অনেক সংস্কার করা প্রয়োজন। আমাদের সংবিধানের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগের সংস্কার প্রয়োজন, পুলিশ প্রশাসনে সংস্কারের প্রয়োজন, নির্বাচন কমিশনে সংস্কারের প্রয়োজন। এই সংস্কার করার জন্য এই সরকারকে সময় দিতে হবে।

 রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর জেলা জামায়েতে ইসলামী আমীর মোঃ বদর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আবদুত তওয়াব, শামসুল ইসলাম আল বরাটি বক্তব্য রাখেন।

 জেলা জামায়েতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা কর্ম পরিষদ সদস্য হারুন উর রশিদ, ইসলামী ছাত্র শিবির জেলার সভাপতি মোঃ রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাফেজ হাসিবুল হাসান ও ঢাকায় ছাত্র আন্দোলনের নিহত রাজবাড়ীর তিন পরিবারর সদস্যরা বক্তব্য দেন।

 এ সময় জামায়াতে ইসলামীর রাজবাড়ী পৌর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, পৌর সেক্রেটারী মাওলানা লিয়াকত আলী, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, রাজবাড়ী সদরের আমীর মাওলানা সৈয়দ আহমেদ, পাংশা উপজেলার আমির সুলতান মাহমুদ, পাংশা থানা সেক্রেটারী মাওলনা আমজাদ হোসেন, পাংশার পৌর আমির ফরহাদ জামিল রুপু, পাংশা পৌর সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম, গোয়ালন্দ উপজেলা আমির গোলাম আজম, বালিয়াকান্দি উপজেলা আমির আব্দুল হাই জোয়ার্দ্দার, বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী খন্দকার মনির আজম মুন্নু, কালুখালী উপজেলার আমীর মাওলানা আব্দুর রবসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা, পৌর শাখার সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 আলোচনা সভা শেষে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজবাড়ী জেলার নিহত দুই পরিবারকে বাংলাদেশ জামায়েতে ইসলামীর পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে মোট ৪লক্ষ টাকা প্রদান করা হয় এবং রাজবাড়ী জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত ১৫ জনের মাঝে মোট ১ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

 

 

 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ