রাজবাড়ী জেলার পাংশায় এসএসসি-২০২৫ এর পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের গ্রহণের দাবীতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
গতকাল ২২শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পাংশা পৌর শহরের টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে এ আন্দোলন শুরু করে তারা।
আন্দোলনে পাংশা পৌর শহরের সরকারী পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমি, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা নিয়মিতভাবে করতে পারেনি। কোটা আন্দোলন ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় জন সামাজিক, পারিবারিক, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। দেশের চলমান এ অবস্থায় দেশের সকল বোর্ডে একই প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়া আমাদের যৌক্তিক দাবী। তাই আমরা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি তিনি যেন আমাদের যৌক্তিক দাবী মেনে নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-২০২৫ এর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেন।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে কর্মসূচির ঘোষণা করে।