পাহাড়ি আদিবাসী জুম্মদের ওপর সাম্প্রদায়িক হামলা, মন্দির, ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অফিসে অগ্নিসংযোগ, লুটপাট ও খাগড়াছড়ি সদরে আদিবাসী হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।
গতকাল ২২শে সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আদিবাসী ফোরাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি রনজিৎ কুমার সরকারের সভাপতিত্বে জেলা নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেন, জেলা নাগরিক কমিটির নেতা আব্দুস ছামাদ মিয়া, রাজবাড়ী জেলা দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি অরুণ কুমার সরকার, রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শচীন্দ্রনাথ সরকার ও আদিবাসী সদস্য অর্চনা রায়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সরকার, সহ-সভাপতি অশোক রায়, রাজবাড়ী সদর উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি তাপস কুমার বিশ্বাসসহ জেলা ও উপজেলা কমিটির অন্যান্য সদস্য ও জেলায় বসবাসরত আদিবাসীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই আদিবাসী ও ক্ষুদ্র জাতিস্বত্বার ওপর শুধু আজকে না দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে। আদিবাসীদেরকে তাদের জায়গাজমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা কোনভাবেই এটা আর মেনে নিব না।
বক্তারা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আদিবাসী জুম্মুদের ওপর সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান, পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের অফিসে অগ্নিসংযোগ লুটপাট ও খাগড়াছড়ি সদরে আদিবাসী হত্যার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবীসহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচীর দেওয়ার ঘোষণা দেন তারা।