রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধা বঞ্চিত ৯শত নারীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছে যৌনকর্মী ও তাদের শিশুদের উন্নয়নে কাজ করা বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতি।
গতকাল ২২শে সেপ্টেম্বর বিকেলে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর নারীর আর্থিক ক্ষমতায়ন প্রকল্পের অর্থায়নে মুক্তি মহিলা সমিতি(এমএমএস) তাদের আলো প্রোগ্রাম হতে এ সহায়তা প্রদান করা হয়।
এতে প্রত্যেক নারীকে এককালীন এক হাজার দুইশ টাকা করে মোট ১০ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করে সংস্থাটি।
এ উপলক্ষে এমএমএস’র কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন বক্তব্য রাখেন।
এমএমএস’র নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, এমএমএস’র প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাবাসসুম আঁখি প্রমুখ উপস্থিত ছিলেন।