রাজবাড়ী জেলার পাংশা উপজেলা বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষা পরিবারের উদ্যোগে গতকাল ২৪শে সেপ্টেম্বর শিক্ষায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে।
সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল পাংশা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
জানা যায়, পাংশা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে পাংশা শাহ জুঁই (র.) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ আবু মুসা আশয়ারী এবং আলহাজ্ব শাহাবুদ্দিন আহমদ আদর্শ একাডেমির প্রধান শিক্ষক ও পাংশা উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি রফিকুল ইসলাম শিক্ষকদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচি শেষে স্কুল-মাদরাসার শিক্ষকরা পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মসূচির সমর্থনে মতবিনিময় করেন। শেষে শিক্ষকদের একটি প্রতিনিধিদল পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেলের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত স্বারকলিপি পেশ করেন।
পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলার ২৪টি মাদরাসার সুপার ও অধ্যক্ষ এবং ৬৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।