রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৬ ও ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল ২৬শে সেপ্টেম্বর বিকালে আব্দুল আজিজ সরদার বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ নাসির ও খোন্দকার ফয়জুল হাসানের উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর রশীদ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথিদের মধ্যে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সুলতান মাহমুদ, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল রুপু, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ মনজুর রহমান, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী খোন্দকার মোঃ আব্দুল হালিম, পাংশা পৌর বায়তুল মাল সেক্রেটারী আহম্মদ আলী মুন্সী, জিলহাজ হাসান ও কাজী নাজমুল হক বক্তব্য রাখেন।
অতিথিবৃন্দ পবিত্র কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার গুরুত্বারোপ করেন। একই সাথে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসানোর জন্য দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেওয়ার দিক-নির্দেশনা প্রদান করে সমাজ থেকে বৈষম্য দূরীকরণে জামায়াতে ইসলামীর পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ মোহাম্মাদ আলী খান।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি, পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সহকারী অধ্যাপক (ফিকহ) মোঃ এনামুল হক।
কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুর রব, পাংশা পৌরসভার ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি কাজী নাজমাস সাকীব মেহেদী, পাংশা পৌরসভার ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ আকরাম হোসেন, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ডাঃ সোহেল রানা, পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবু বকর, পাংশা পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমূখ সমাবেশে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ সমাবেশে যোগ দেয়।