ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৯-২৭ ১৫:১৬:৩৪

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেছে বিএনপির নেতৃবৃন্দ। 

 গতকাল ২৭শে সেপ্টেম্বর বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুমে ২৬টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 সভায় পূজা উদযাপনের ১০দিন আগ থেকেই উৎসব শুরু ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজা মন্দিরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহারা প্রদানের জন্য কমিটি করার ঘোষণা দেওয়া হয়।

 সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডঃ মোঃ আসলাম মিয়া বক্তব্য রাখেন।

 গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে ও গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্ত্তিক ঘোষ, সাবেক সভাপতি গোবিন্দ মন্ডল, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক মোঃ শাহিনসহ উপজেলা বিএনপির ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 মতবিনিময় সভায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডঃ মোঃ আসলাম মিয়া বলেন, সম্প্রতির শহর আমাদের এই গোয়ালন্দ। বিশৃঙ্খলা এড়াতে আমরা বিএনপির সবাই দুর্গাপূজায় সহযোগিতা করবো। গোয়ালন্দে বিএনপির একটি টিম প্রতিটি মন্ডপে মন্ডপে গিয়ে খোঁজ রাখবে এবং আপনাদেরকে সহযোগিতা করবে। আমরা চাই সবাই যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। আগামী ৯ই অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত রাজবাড়ী জেলা বিএনপি সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। আপনাদের যেকোন প্রয়োজনে আমাদেরকে ডাকবেন। 

 অন্যান্য বক্তারা বলেন, রাজবাড়ী জেলা বিএনপি আসন্ন শারদীয় দুর্গাপূজায় গোয়ালন্দের ২৬টি পূজা মন্দিরে হিন্দু ধর্মালম্বীরা যেন শারদীয় দুর্গাপূজা ভালভাবে পালন করতে পারেন সে বিষয়ে সার্বিক সহযোগিতা করবো। আমরা আপনাদের পাশে আছি।

 আলোচনা সভা শেষে জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা ও পৌরসভার ২৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১লক্ষ টাকা সহযোগিতা প্রদান করা হয়।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ