ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রাজবাড়ীতে আয়োজকদের সাথে বিএনপির মতবিনিময়
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৯-২৮ ১৫:২৪:৩৭

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আয়োজনে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকেলে গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ৭৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সভায় পূজা উদযাপনের ১০ দিন আগ থেকেই উৎসব শুরু ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজা মন্দিরে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পাহারা প্রদানের জন্য কমিটি করার ঘোষণা দেওয়া হয়। এছাড়াও সভায় আসন্ন দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতার জন্য হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করা হয়। সেইসাথে উপজেলার সকল পূজা মন্ডপগুলোতে প্রশাসনের পাশাপাশি দলের পক্ষ হতে সার্বিক নিরাপত্তা ও সহযোগীতা দেয়ার ঘোষনা দেয়া হয়। পূজার আগে এ ধরণের আয়োজন করায় হিন্দু নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক রেজাউল করিম খান ও যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক এডঃ মোঃ আসলাম মিয়া বক্তব্য রাখেন।

 এ সময় গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান, সাধারণ সম্পাদক মোঃ শাহিন, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজিত কুমার নন্দী, সহ-সভাপতি কার্ত্তিক চন্দ্র মন্ডলসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 আলোচনা সভায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডঃ মোঃ আসলাম মিয়া বলেন, আজকের সভায় আপনারা এসে চির কৃতজ্ঞ করেছেন, খুশি করেছেন। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। হিন্দুরা মনে করে আমরা সংখ্যালঘু, কিন্তু আমি, আমরা ও আমাদের দল কখনো কোন জাতিকে বা ধর্মকে সংখ্যালঘু মনে করেনা। আমরা সংখ্যালঘু এই শব্দটা জাদুঘরে পাঠিয়ে দিবো। আপনারা সবাই মানুষ। আমরা যে যার ধর্ম সঠিক মতো পালন করবো। আপনারা কখনো সংখ্যালঘু নিজেদেরকে মনে করবেন না। 

 তিনি আরও বলেন, ১৬টি বছর আমাদের ওপর নির্যাতন হয়েছে সেটা আমি ভাষায় বলতে পারবো না। আল্লাহ এখনো আমাদের সুস্থ রেখেছেন। আমিসহ আমরা সকলের কাছে দোয়া চাই। 

 আলোচনা সভা শেষে রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সদর উপজেলার ৭৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১লক্ষ টাকা সহযোগিতা প্রদান করা হয়।

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ