প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে এপ্রিল দুপুর ১২টায় রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সেলিম, দপ্তর সম্পাদক তারেক রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।
এ সময় জেলা ছাত্রদলর যুগ্ম আহ্বায়ক রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রমানিক, কলেজ ছাত্র দলের সহ-সভাপতি সাগর শেখ, হবিব মুন্সী, আব্দুন নাফি, ক্রীড়া সম্পাদক সুমন হোসেনসহ কলেজের সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারভেজকে যেভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। সিসি টিভি ফুটেজে দেখা গেছে কারা মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যা করেছে। এই এনসিপি নেতারা বৈষম্য বিরোধী ট্যাগ লাগিয়ে সারা বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। তারা এখন নির্বাচন চায় না। কারণ নির্বাচন হলে তাদের বাংলাদেশে আর কোন পরিচয় ঠিকানা থাকবে না।
তারা আরও বলেন, মেধাবী ছাত্রনেতা ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করেছেন ভবিষ্যতে এই ধরণের হত্যার রাজনীতি যদি আপনারা শুরু করতে থাকেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বসে থাকবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক ধৈর্য ধরে সহনশীলতার পরিচয় দিয়েছে। এরপরে এমন ঘটনা ঘটলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিবো।