ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২১ ১৬:০০:২৯

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে চার দিনের সরকারী সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
 প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
 প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
 কাতারের রাজধানী দোহায় আগামী কাল ২২ ও ২৩শে এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা ঃ স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’
 চার দিনের এ সফর চলাকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট পরিসেবা ঘোষণা
উৎসবমুখর পরিবেশে ভিয়েতনামে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন
সর্বশেষ সংবাদ