প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল ২১শে এপ্রিল সদর উপজেলার বানীবহ বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং এর অংশ হিসেবে বানীবহ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে সালাউদ্দিন স্টোরকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে চৌধুরী ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন ও জেলা পুলিশের এএসআই মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।