রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে গতকাল ২১শে এপ্রিল সকাল ১০টার দিকে বজ্রপাতে কামাল শেখ(২৫) নামে ১ব্যক্তি নিহত হয়েছে।
নিহত কামাল ওই গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মুকুল সিকদার জানান, সকালে কামাল তার বাবা সাইদ ও ভাগিনা রাজুকে সাথে নিয়ে বাড়ীর পাশে মরিচ ক্ষেতে কাজ করতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা ৩জন ক্ষেত থেকে দৌড়ে বাড়ী ফিরছিলেন। বাড়ী ফেরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই কামাল মারা যায়। এ সময় রাজু অজ্ঞান হয়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। তিনি এখন সুস্থ আছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে ১জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।