ঢাকা রবিবার, জুলাই ৬, ২০২৫
গোয়ালন্দে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালন॥স্মৃতিস্তম্ভ নির্মাণ সম্পন্নের দাবী
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৪-২১ ১৫:৩২:৫৫

১৯৭১ সালের ২১শে এপ্রিল পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে নিহত শহীদদের স্মরণে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে ২০১৫ সাল থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দে বেসরকারী উদ্যোগে পালিত হচ্ছে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস।
 এ উপলক্ষে গতকাল ২১শে এপ্রিল শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অর্থের অভাবে বন্ধ থাকা স্মৃতিস্তম্ভ ভাষ্কর্য নির্মাণকাজ দ্রুত সম্পন্ন এবং সরকারীভাবে প্রতিরোধ দিবস পালনের দাবী জানান বক্তারা।
 গোয়ালন্দ সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ স্মৃতি মুক্তিযুদ্ধ ভাষ্কর্য স্থান উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ভাস্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী জুয়েল বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মোহিত হীরা।
 এ সময় অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাবেক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ বিল্লাল, সাংবাদিক রাশেদুল হক রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।
 ভাষ্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জুয়েল বাহাদুর বলেন, ১৯৭১ সালের ২১শে এপ্রিল প্রতিরোধ যুদ্ধকালীন সময় সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে যুদ্ধস্থল বাহাদুরপুর গ্রামে ২০১৫ সাল থেকে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালন করা হয়। ২০১৮ সালে আমার বাবা ইউসুফ আলীর দেয়া জমিতে জেলা পরিষদের ২ লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়। পুরো কাজ শেষ করতে ২০-২২ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে নির্মাণকাজ অসম্পন্ন অবস্থায় আছে। অথচ সরকারীভাবে এখন পর্যন্ত দিবসটি পালন করা হচ্ছে না।
 এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের মধ্যে ২১শে এপ্রিল সবচেয়ে ঘটনাবহুল ঘটনা। এই দিনে পাক হানাদার বাহিনী প্রথম গোয়ালন্দ আক্রমণ করে গোয়ালন্দ বাজারসহ কয়েকটি গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। শহীদ হন অনেকে। দিনটি স্মরণে সম্মুখযুদ্ধ স্থানে স্মৃতিস্তম্ভ বা ভাষ্কর্য নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হওয়া দরকার। কাজটি হলে এই প্রজন্মের সকলে তখনকার বিষয়টি মনে ধারণ করতে পারবে। একই সাথে দিবসটিও সরকারীভাবে পালনের দাবী জানাচ্ছি।
 উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ শে এপ্রিল ভোরে বৃষ্টির মধ্যে নদীপথে আরিচাঘাট থেকে গানবোট, কে-টাইপ ফেরি, স্পীডবোট ও হেলিকপ্টার যোগে তৎকালীন গোয়ালন্দ মহকুমা বাহাদুরপুর গ্রামে নামে পাকিস্তানের সুসজ্জিত হানাদার বাহিনী। এ সময় মুক্তিকামী মানুষ, ইপিআর, আনসার, ইপিআর কমান্ডার এসডিও শাহ ফরিদ, মুক্তি বাহিনীর তৎকালীন ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক কেরামত আলী প্রামানিকের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ হয়। এ যুদ্ধে শহীদ হন ফকির মহিউদ্দিন, ছবেদ আলী, হাবিল মন্ডল, কবি তোফাজ্জল হোসেন, জিন্দার আলী মৃধা, নায়েব আলী বেপারী, মতিয়ার রহমান, জয়নদ্দিন ফকির, কাদের মোল্লা, হামেদ শেখ, কানাই শেখ, ফুলবরু বেগম, মোলায়েম সরদার, বরুজান বিবি, আমজাদ হোসেন, মাধব বৈরাগী, আহাম্মদ আলী মন্ডল, খোদেজা বেগম, করিম মোল্যা, আমোদ শেখ, কুরবান শেখ, মোকসেদ শেখ, নিশিকান্ত রায়, মাছেম শেখ, ধলাবরু বেগম, আলেয়া খাতুন, বাহেজ পাগলাসহ অনেকে পাকিস্তানের সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়।

 

পাংশা উপজেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
বালিয়াকান্দিতে নসিমন উল্টে খাদে পড়ে মেঘনা গ্রুপের বিক্রয় প্রতিনিধি নিহত
গোয়ালন্দে আয়েশা আলী নেওয়াজ মহিলা মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম উদ্বোধন
সর্বশেষ সংবাদ