আজকের তারুণ্য বাঁচাবে অরণ্য এই শ্লোগানে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে স্কুল ও কলেজের ৮০২ জন শিক্ষার্থীদের রেজিস্ট্র্রেশনে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড-২০২৪।
গতকাল ২৯শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান।
ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড রাজবাড়ী জেলার সমন্বয়ক এজাজ আহম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবির, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, রাজবাড়ী সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান ও ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড কেন্দ্রীয় সমন্বয়ক তাপস হালদার বক্তব্য রাখেন। এসময় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিবাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসান বলেন, আমি এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। আজকে চমৎকার একটি বিষয় নিয়ে সবাই একত্রিত হয়েছি। ওয়াইল্ডলাইফটাকে এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেক গুরুত্বপূর্ণ মনে করছি। বন্যপ্রাণীকে স্ব স্ব স্থানে রাখতে হবে এবং তাদের জন্য যে পরিবেশ সেটা অক্ষুন্ন রাখতে হবে। আমাদের জীব ও বৈচিত্যের অনেক প্রজাতি হুমকির সম্মুখে হয়ে গেছে, বিলুপ্তির পথে চলে আসছে। তাদের জন্য কি করতে হবে....? তাদের জন্য আবার সেখানে যাতে ফিরে আসতে পারে সেজন্য প্রযুক্তি ও বিজ্ঞানের সহযোগিতা নিয়ে তাদেরকে উপযুক্ত পরিবেশ দেওয়া। যারা বিলুপ্তির পথে তাদের বৃদ্ধি করা। তারা যেনো নির্বিঘ্নে বসবাস করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবেশ সংরক্ষণের আইন আমাদের যেভাবে আছে তেমনি বন্য প্রাণী সংরক্ষণের আইন রয়েছে। বন্য প্রাণীর যদি ক্ষতি করা হয় তাহলে শাস্তির বিধান রয়েছে। অনেক সময় দেখা যাই বন্য প্রাণী ধরে রাখা হয়, পোষা হয়, পাচার করা হয়, চামড়া ও মাংস পাচার ও বিক্রি করা হয় এটা শাস্তি যোগ্য অপরাধ। এগুলো আমাদের শিক্ষার্থীদের জানতে হবে। আমরা চাইলে একটা প্রাণীকে ধরে রাখতে পারবো না। কারণ তাদের ন্যাচারাল একটি জীবন চক্র রয়েছে। কোন প্রাণী কিন্তু অপ্রয়োজনীয় না। প্রত্যেকটি প্রাণী, উদ্ভিদ, জীবের প্রয়োজন রয়েছে আমাদের। কোন প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তাদের আবাসস্থল ধ্বংস করা যাবে না। এই বিষয়টি সচেতন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা সাধুবাদ দেওয়ার মতো। আয়োজকদের এমন আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এরপর রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ভবনে ৩০মিনিট ব্যাপী ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজকদের পক্ষ থেকে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।