ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
এনজিও ধরণীর উদ্যোগে গৃহ ঋণের চেক বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-২২ ১৫:৪০:১৭
বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের অর্থায়নে রাজবাড়ীর এনজিও ধরণী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫জনের মধ্যে গতকাল ২২শে অক্টোবর গৃহ ঋণের চেক বিতরণ করা হয় -মাতৃকণ্ঠ।

বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের অর্থায়নে রাজবাড়ীর এনজিও ধরণী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫জনের মধ্যে ৭০ হাজার টাকা করে সাড়ে ১০ লক্ষ টাকার গৃহ ঋণের চেক বিতরণ করা হয়েছে। 

  গতকাল ২২শে অক্টোবর বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে চেকগুলো হস্তান্তর করা হয়। 

  এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুল জলিল, ধরণী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তৌফিক-এ-রব্বানী তুহিন ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  ধরণী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক তৌফিক-এ-রব্বানী তুহিন জানান, বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিলের অর্থায়নে ‘যাদের জমি আছে কিন্তু ঘর নাই’ তাদের মধ্যে সহজ শর্তে এই ঋণ বিতরণ করা হলো। তারা ঋণের অর্থ দিয়ে ঘর তুলবেন এবং সহজ কিস্তিতে ঋণের অর্থ পরিশোধ করবেন। 

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ