রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আমড়া নিয়ে বাসে উঠাকে কেন্দ্র করে হকারের লাথিতে আহত আরেক হকার কেসমত শেখ(৪৬) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত কেসমত শেখ দৌলতদিয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নুরু মন্ডল পাড়া এলাকার মৃত ভাসান শেখের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুটি মেয়ে সন্তান রয়েছে।
গত ১৭ই সেপ্টেম্বর দুপুরে দৌলতদিয়া ৪ নম্বর ফেরী ঘাট সংলগ্ন পন্টুনের সামনে এ ঘটনা ঘটে।
মামলার অভিযোগে বাদী মোঃ কুদ্দুস শেখ বলেন, নিহত কেসমত শেখ ও মোঃ জীবন ফকির দু’জনেই ফেরীতে হকারি করতো। গত ১৭ই সেপ্টেম্বর দুপুরে দৌলতদিয়া ৪ নম্বর ফেরী ঘাট সংলগ্ন পন্টুনের সামনে আমড়া নিয়ে বাসে উঠতে গেলে একই গ্রামের বাবু ফকিরের ছেলে মোঃ জীবন ফকিরের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জীবন ফকির সজোরে কেসমতের তলপেটে লাথি দেয়।
লাথি দেওয়ার কারণে কেসমত শেখ রাস্তায় গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লাথির আঘাতে তার পেটের নাড়ি ছিদ্র হয়ে গেছে। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭দিন থাকার পর গত ২৪শে সেপ্টেম্বর রাতে ঢাকা সিটি কেয়ার হাসপাতালে নিয়ে অপরারেশন করা হয়।
অপারেশন করার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর ঢাকা সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে গত ২৮শে সেপ্টেম্বর নিহতের ভাতিজা মোঃ কুদ্দুস শেখ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে। আসামীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।