রাজবাড়ী জেলার পাংশার ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের গতকাল ৩০শে সেপ্টেম্বর নতুন সদস্য হয়েছেন পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান।
মোঃ সহিদুর রহমান পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এবং সামলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দাতা।
গতকাল ৩০শে সেপ্টেম্বর সন্ধ্যায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে এক সভায় আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ফরম সংগ্রহ করে তিনি পাঠাগারের সদস্যভুক্ত হন। পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের নিকট থেকে তিনি সদস্য ফরম সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে ফরম পূরণ করে পাঠাগারের নতুন সদস্য হন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ সহিদুর রহমান বলেন, আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত। পেশার পাশাপাশি শিক্ষা, সাহিত্য ও জনকল্যাণ মূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এয়াকুব আলী চৌধুরীর সাহিত্য কর্মে আমি অনুপ্রাণিত। পাঠাগারের কার্যক্রমে গতিশীল করার ক্ষেত্রে সবার সাথে এক হয়ে কাজ করার প্রতিশ্রুত ব্যক্ত করেন তিনি।
এ সময় মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, কবি মোঃ এবাদত আলী সেখ, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের লাইব্রেরীয়ান সাইফুল ইসলাম, মুহম্মদ সাজ্জাদ আলী চৌধুরী (কাকুল চৌধুরী) মোঃ হাবিবুল্লাহ, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ কায়েম শেখ ও শেখ মোঃ আব্দুর রব প্রমূখ উপস্থিত ছিলেন।
এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন জানান, গত ২৩শে সেপ্টেম্বর এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়। ওইদিন পাংশার রাজনৈতিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ শওকত আলী সরদার পাঠাগারের নতুন সদস্য ফরম সংগ্রহের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
গতকাল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মোট ২০ জন পাঠাগারের নতুন সদস্য হয়েছেন। পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান পাঠাগারের নতুন সদস্য হওয়ায় তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন।