রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার প্রশাসক হিসেবে গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকেলে দায়িত্বভার গ্রহণ করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় পৌরসভার সচিব মোঃ রুহুল আমিন, পৌরসভার প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলকে অপসারণের পর গত ১৯শে আগস্ট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। এরপর গত ২২শে আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জ্যোতিশ্বর পাল প্রশাসক দায়িত্ব দেওয়া হয়। গত ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। এরপর গতকাল ৩০শে সেপ্টেম্বর জ্যোতি বিকাশ চন্দ্র পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।