রাজবাড়ীতে শিশু বিকাশ কেন্দ্রের আয়োজনে শিশু শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
গতকাল ২রা অক্টোবর শহরের রাবেয়া লাউঞ্জ এন্ড রেস্টুরেন্টে এই সহায়তা প্রদান করা হয়।
রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্রের সভাপতি আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে এসময় নতুন প্রজন্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুপ্তা সুলতানা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা শিশু বিকাশ কেন্দ্রের উপদেষ্টা আজিজা খানম, সাধারণ সম্পাদক গুলশানয়ারা মোস্তফা মিতা, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, নতুন প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোক্তা ফরিদা আক্তার ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কানিজ মওলা প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্ম ফাউন্ডেশনের অংশগ্রহণে জেলার ৬০জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৫০ জন মাকে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করে রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্র। শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে খাতা, কলম, পেনসিল বক্স, পেনসিল, রাবার ও পেনসিল কাটার।
জেলা শিশু বিকাশ কেন্দ্রের সভাপতি আঞ্জুমান আরা বেগম বলেন, রাজবাড়ী শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে ৬০ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৫০ জন মাকে ২৫ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের উদ্যোগে আমরা বিভিন্ন সময়ে এ ধরণের কাজ করে থাকি। আমরা সব কিছুর উর্ধ্বে মানবিক দিকটাকেই প্রতিষ্ঠিত করতে চাই। আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।