রাজবাড়ীতে পৌর বিএনপির আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা গতকাল ৪ঠা অক্টোবর বিকেলে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু বক্তব্য রাখেন।
রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডঃ আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহবুব চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী পূজা উদযাপন পরিষদের পৌর শাখা কমিটির সভাপতি বাবু ধীরেশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী পৌরসভার ২৬টি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের সভায় আপনারা এসে আমাদেরকে চির কৃতজ্ঞ করেছেন, খুশি করেছেন। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশে থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে এবং আনন্দে শারদীয় দূর্গাপূজা পালন করতে পারে সেজন্য রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী সংগঠন শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সব সময় আপনাদের পাশে থাকবে। আমরা সবাই বাংলাদেশী। এখানে কোন সংখ্যালঘু বলতে কিছু নেই। পূজার শুরুর দিন থেকে বিসর্জন পর্যন্ত আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।
এ সময় জেলা বিএনপির পক্ষ থেকে রাজবাড়ী পৌরসভা এলাকার ২৬টি দুর্গাপূজা মন্ডপে পূজা উদযাপন কমিটির নেতাদের কাছে ১লাখ টাকা অনুদান দেওয়া হয়।