ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১০-০৬ ১৫:১২:২৮

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
 দিবসটি উপলক্ষে সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 এতে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কান্তি পাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান খান, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় উজানচর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহিম সরদার, দেবগ্রাম ইউপির প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, দৌলতদিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ মেনামুল হাসান মিন্টুসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। কেননা এতে শিশু জন্মের সঠিক হিসাব সরকারের কাছে থাকবে। আর সঠিক তথ্য পরিবেশনই দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিকভাবে বাস্তবায়নের সহায়তা করবে মর্মে তিনি মন্তব্য করেন।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ