ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাজবাড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-০৬ ১৫:১৫:৩৭

৮ দফা দাবী বাস্তবায়নে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাস গুপ্ত ও সারাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 

 গতকাল ৬ই অক্টোবর সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের হাতে এই স্মারকলিপি প্রদান করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 স্মারকলিপি প্রদানকালে রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নির্মল কুমার চক্রবর্তী, সদস্য সচিব ডাঃ সমীর কুমার দাস, জেলা কমিটির সদস্য অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, স্বপন কুমার দাস, শাশ্বতী চক্রবর্তী, তন্ময় দাস ও সুজিত নন্দী দ্বিজেন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

 জানা গেছে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবী বাস্তবায়ন ও আন্তর্জাতিক মানবাধিকার নেতা এডঃ রানা দাসগুপ্তের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে ও দেশব্যাপী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত উদ্দেশ্যমূলক ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় নির্দেশনায় রাজবাড়ীতে জেলা প্রশাসকের মাধ্যম দিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ