ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-০৬ ১৫:১৬:১৪

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

 দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের আম্রকানন চত্ত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার অচিন্ত্য কুমার, পুলিশ সুপার কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আলী জিন্নাহ ও সদর উপজেলার মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ ওহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন স্থানীয় সরকার ও গোপনীয় শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল। এ সময় সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা উপস্থিত ছিলেন।

 সভার বক্তারা বলেন, একটি শিশুর জন্মের পর দেশের নাগরিক হিসেবে পরিচয় পেতে হলে প্রথম কাজ জন্ম নিবন্ধন করা। একটা সময় ছিল যখন এটা করতে মানুষকে ঘুরতে হতো। এখন অনেক সহজ হয়ে গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মাধ্যমে নাগরিকের জন্ম ও মৃত্যু সনদ প্রদান করা হয়ে থাকে। এর জন্য একটা সরকারী ফি নির্ধারণ করা রয়েছে। এর চেয়ে বেশি নেওয়ার কোন সুয়োগ নেই। প্রথম দিকে যখন জন্ম ও মৃত্যুর নিবন্ধন করা হয়, এতে কিছু জটিলতা তৈরি হয়। অনেক নিবন্ধনের সংশোধন করা লেগেছে। তবে এখন আর সে সুয়োগ নেই। যারা এই কাজ করে, তাদের কে আরও সতর্ক ও মনোযোগী হতে হবে। নিবন্ধনের সময় পরিবারকেও সতর্কতা অবলম্বন করতে হবে। এতে ভূল হওয়ার সম্ভাবনা কমে যাবে।

 আলোচনা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার শ্রেষ্ঠ ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে পুরষ্কার স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠদের মাঝে ১ম পুরষ্কার গ্রহণ করে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদ, ২য় পুরষ্কার গ্রহণ করে জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন পরিষদ এবং ৩য় পুরষ্কার পেয়েছে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ এবং শ্রেষ্ঠ পৌরসভার পুরষ্কার পেয়েছে পাংশা পৌরসভা।

রাজবাড়ী সরকারী কলেজে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
রাজবাড়ী সরকারী কলেজে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
রাজবাড়ীতে রেলওয়ের ওয়ার্কশপটি করার জন্য জোর দাবী জানাবো--রেলওয়ে এমপ্লয়ীজ লীগের সভাপতি
সর্বশেষ সংবাদ