ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ভারতে বিশ্বনবীর প্রতি অবমাননার প্রতিবাদে রাজবাড়ীতে মুত্তাকীন কমিটির মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-০৭ ১৫:১৫:১১

 বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৭ই অক্টোবর বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া রিয়াজুল জান্নাত দরবার ভিত্তিক দ্বীনি সংগঠন বাংলাদেশ মুত্তাকিন কমিটি রাজবাড়ী শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুত্তাকিন কমিটির আমীর মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, নায়েবে আমীর মাওলানা মোস্তফা সিরাজুল কবীর, কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান, রাজবাড়ী জেলা সভাপতি মাওলানা আব্দুল আজিজ, রাজবাড়ী জেলা সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসাইন আব্বাসী, মাওলানা আব্দুল মজিদ,ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাদের ও মাওলানা  মুফতী আবু সাইদ কাসেমী প্রমুখ।

 মানববন্ধনে বক্তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সাঃ)কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। যখন এই ধরনের মন্তব্য ভারত বা অন্য কোনো দেশে প্রচারিত হয়, তখন তা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে।

 তারা আরও বলেন, মুসলমানরা তাদের ধর্মীয় নেতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এধরনের আপত্তিকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

 
রাজবাড়ীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৬০ বছরের সংসার ঃ একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো স্বামী-স্ত্রী’র
সর্বশেষ সংবাদ