ঢাকা শুক্রবার, মে ১৭, ২০২৪
রাজবাড়ীর খানখানাপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের খাদ্য সহায়তা প্রদান
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২০-০৫-১৮ ১৮:৫৯:৪৮
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হওয়া রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের ১৩০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে গতকাল ১৮ই মে বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয় -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হওয়া রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের ১৩০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 
  গতকাল ১৮ই মে দুপুরে বাজার ব্যবসায়ী পরিষদের কার্যালয়ে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মামুনুর রহমান মামুন, সহ-সভাপতি  আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লাল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান কাজী ও সাংগঠনিক সম্পাদক রমেন চন্দ্র কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ২ কেজি আলু, লবণ, ডাল, মরিচ ও সাবান। 

 

 

রাজবাড়ীতে বালুর চরম সংকটে ছয় মাসে দাম বেড়ে দ্বিগুণ॥ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ
রাজবাড়ী সদর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
রাজবাড়ীতে পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষণ সনদ বিতরণ
সর্বশেষ সংবাদ