রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত ১১ই অক্টোবর বিকাল ৪টায় স্থানীয় যুব সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে।
সেমিফাইনালে কুষ্টিয়া সদর ফুটবল একাদশ ১-২ গোলে হারিয়ে নবগ্রাম শ্রীপুর ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
খেলার শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় মোঃ আক্কাস আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরু।
তিনি বলেন, নদীর এপার এবং ওপারের মানুষের মধ্যে পূর্বে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা এসম্পর্ক অটুট রাখতে চাই। জনপ্রিয় ফুটবল খেলা মানুষের মধ্যে আনন্দ বিনোদন জোগায়। তিনি খেলার পরিবেশ শান্ত রাখতে উপস্থিত সকলকে আন্তরিক হতে বলেন। বিশেষ করে খেলার মধ্যে জয় পরাজয় থাকবেই এটা মেনে নিয়েই খেলতে হবে। নেশার জগত থেকে বর্তমান যুব সমাজকে ভালো রাখতে খেলার বিকল্প নেই। বর্তমান উঠতি বয়সের যুবকদের খেলায় মনোনিবেশ করতে পারলে তারা অশ্লীল কাজ থেকে বিরত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লা, শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা সার্বিক তত্ত্বাবধায়ক সাবেক ছাত্রদল নেতা মোঃ আনিস মোল্লা।
এ সময় পাতুরিয়া যুব সংঘের অন্যান্য সদস্য ও ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।