“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”-এ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল ১৩ই অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া বাস টার্মিনালে র্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোঃ সাবেকুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।