ঢাকা বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
পাংশায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসব সম্পন্ন
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১০-১৩ ১৫:৪২:২৬

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৩ই অক্টোবর রাতে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতম ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব-২০২৪ সম্পন্ন হয়েছে।

 গতকাল রবিবার দুপুর থেকেই বিসর্জনের জন্য মন্দির থেকে প্রতিমা বিসর্জনস্থানে নিতে কার্যক্রম পরিচালনা করেন মন্দির কমিটির লোকজন। সর্বশেষ রাত ৭টায় পাংশা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১০১টি মন্দিরের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হয়।

 জানা যায়, পাংশা আদি মহাশ্মশান পুকুরে আনুষ্ঠানিকভাবে একযোগে কয়েকটি মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এছাড়া সুবিধাজনক নিকটতম পুকুর ও নদীতে প্রতিমা বিসর্জন দেয় সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাতে দোকানপাট বসে। যা মেলায় রূপ নেয়।

 শারদীয় দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনিকভাবে মন্দিরে নিরাপত্তা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়।

 এদিকে পূজা উদযাপন পরিষদ প্রতি বছরের ন্যায় এবারও পাংশা আদি মহাশ্মশান চত্বরে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিমা বিসর্জন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।

 অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিন, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) রাশিদুল ইসলাম, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ মোত্তালেব আলী, পাংশার এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, পাংশা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল তরু পোর্দ্দার, পূজা উদযাপন পরিষদের নেতা ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, তপন কুমার রায়, দিলীপ কুমার দত্ত (নিতাই দত্ত)সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।  

 পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এ বছর পাংশা উপজেলাতে মোট ১০১টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করে মন্দির কমিটির লোকজন। এর মধ্যে পাংশা পৌরসভা এলাকার মধ্যে ২৪টি, বাহাদুরপুর ইউনিয়নে ৫টি, হাবাসপুর ইউনিয়নে ৬টি, বাবুপাড়া ইউনিয়নে ৩টি, মাছপাড়া ইউনিয়নে ৮টি, কলিমহর ইউনিয়নে ৯টি, সরিষা ইউনিয়নে ১১টি, কশবামাজাইল ইউনিয়নে ১৪টি, পাট্টা ইউনিয়নে ১২টি, মৌরাট ইউনিয়নে ৭টি ও যশাই ইউনিয়নে ২টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন  করা হয়।

 পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পুরোহিত গোপাল কুমার রায় বলেন, তিথি অনুযায়ী শনিবার মহানবমী পূজার শেষান্তে দশমীর বিহিত পুজা এবং দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জন সমাপ্ত হয়। রবিবার সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।

 
বালিয়াকান্দির নারুয়া বাজারে বেকারীর মালিককে জরিমানা
 পাংশার বৃত্তিডাঙ্গায় আদিবাসী পরিবারের মাঝে কম্বল বিতরণ
গোয়ালন্দে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ীর প্রচারণা কার্যক্রম উদ্বোধন
সর্বশেষ সংবাদ