রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গতকাল ১৪ই অক্টোবর দুপুরে “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী, আলোচনা, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি নির্বাপনে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিন, পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ ও পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(পিআইও) মোঃ আসলাম হোসেন।
প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি নির্বাপনে জনসচেতনতামূলক মহড়া পরিচালনা করেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ। ফায়ার সার্ভিসের কর্মীরা মহড়া কার্যক্রমে তাকে সহযোগিতা করে।
উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি ও গার্লস গাইডসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।