রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৫ই অক্টোবর “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী, আলোচনা ও হাত ধোয়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ শাহাদাৎ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা।
উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা। এ সময় স্থানীয় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা হাত ধোয়া কার্যক্রমে অংশ নেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ সালাম সিদ্দিকী, উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, উপজেলা একাউন্টস অফিসার মোঃ শামছুল আলম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামের তপু কুমার দেবনাথ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।