ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় পুলিশের অভিযানে গণধর্ষণ মামলার ৩জন আসামী গ্রেফতার
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১০-১৫ ১৫:১৩:২৩

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ১৫ই অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার ৩জন আসামী অপু কুমার মন্ডল(১৯), মোঃ রঞ্জু মিয়া (২১) ও মোঃ সাত্তার মিয়া (২২)কে গ্রেফতার করেছে।

 ধৃত অপু কুমার মন্ডল হোসেনডাঙ্গা উত্তরপাড়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের পুত্র। এছাড়া মোঃ রঞ্জু মিয়া একই গ্রামের মোঃ মজনুর পুত্র এবং মোঃ সাত্তার মিয়া একই গ্রামের আঃ কুদ্দুস মিয়ার পুত্র।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ হোসেনডাঙ্গা উত্তরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে।  স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃত অপু মন্ডল এলাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্র। মোঃ রঞ্জু মিয়া মাদক কারবারি ও চাঁদাবাজি কর্মকান্ডের সাথে জড়িত। মোঃ সাত্তার মিয়া পেশায় ট্রাক চালক। 

 ভিকটিমের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার চামটাইল গ্রামে। ভিকটিম বিবাহিত এবং এক সন্তানের জননী। গত ১০ই অক্টোবর ভিকটিম(১৭) কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। ভিকটিমের সাথে আসামী অপু কুমার মন্ডলের প্রেমের সম্পর্ক ছিল এবং পূর্ব পরিচিত। গত ১৩ই অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে অপু কুমার মন্ডল ভিকটিমের নানা বাড়িতে গিয়ে গল্প করার একপর্যায়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে চলে যায়।

 পরবর্তীতে একই তারিখ ১৩ই অক্টোবর রাত সাড়ে ১১টার সময় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর থেকে টয়লেটের সামনে গেলে মোঃ রঞ্জু মিয়া ও মোঃ সাত্তার মিয়া ভিকটিমকে জোরপূর্বক পাশের একটি বাঁশ বাগানে নিয়ে গামছা দিয়ে হাত বেঁধে এবং মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। তারা ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে ভিকটিমের পরিহিত রূপার তৈরী একজোড়া নুপুর খুলে নিয়ে যায়। পরদিন ১৪ই অক্টোবর গভীর রাতে মোঃ রঞ্জু মিয়া ও মোঃ সাত্তার মিয়া ভিকটিমের নানা বাড়িতে গিয়ে নুপুর ফেরত দেওয়ার কথা বলে ডাকাডাকি করে ঘুম থেকে ডেকে তুলে জোরপূর্বক তাকে পুনরায় পালাক্রমে ধর্ষণ করে। পাংশা থানার মামলা নং-৯, তারিখ-১৫/১০/২০২৪, ধারাঃ ৯(৩) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন।

 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ