মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে গতকাল ১৬ই অক্টোবর রাজবাড়ী সদর সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে মিজানপুর ইউনিয়নের ৫৪০ জন জেলেদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
সকালে রাজবাড়ী বাজারের খলিফা পট্টির মোঃ শহিদ ডিলারের ঘরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্লাবন আলী, ইউপি সচিব সৈয়দ মেহেদী মাসুদ ও ইউপি সদস্য রোকন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসকের সভাপতিত্বে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার এই ২২দিনের মধ্যে যদি কোন জেলে নদীতে ইলিশ ধরতে নামে তাহলে তিনি সমস্ত সরকারী সুবিধা থেকে বঞ্চিত হবেন। এরই ধারাবাহিকতায় এই ইউনিয়নের ২জন জেলে নদীতে নামার চেষ্টা করায় মৎস্য বিভাগ ইতোমধ্যেই তাদের ভিজিএফ বাতিল করেছি।