ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
কালুখালীতে ইউনিয়ন পরিষদ বহালের এক দফা দাবীতে স্মারকলিপি প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-১৬ ১৫:২৪:৪২

 রাজবাড়ী জেলার কালুখালীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের অপসারণ না করার দাবীতে স্মারকলিপি প্রদান করেছে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।

 গতকাল ১৬ই অক্টোবর বিকেলে কালুখালী উপজেলা নির্বাহী মহুয়া আফরোজের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

 স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গ্রামীণ জনগোষ্ঠীর সেবা প্রদানকারী বাংলাদেশের ৪হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের একটি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ)। এই সংগঠনটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এ যাবতকাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের সর্ববৃহৎ সংগঠন হিসেবে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের উন্নয়নসহ শক্তিশালী করণে নানা বিষয়ে কাজ করাসহ সরকারের সকল সিদ্ধান্ত বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে কাজ করে আসছে। ইউনিয়ন পরিষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী কাঠামো। স্বাধীনতার পূর্ববর্তী ব্রিটিশ ও পাকিস্তান আমলেও পঞ্চায়েত প্রথা এবং ইউনিয়ন প্রেসিডেন্ট হিসেবে কার্যক্রম পরিচালিত হত। স্বাধীনতার পূর্ববর্তী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বারদের দ্বারা ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়ে আসছে। দেশের এ প্রাচীন প্রতিষ্ঠানটি সাধারণ জনগণের আশার ও ভরসার আশ্রয় হল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সকল জনগণকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকে। জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, প্রত্যয়ন পত্র, আদালত কর্তৃক প্রেরিত মোকদ্দমা তদন্ত বিরোধ নিষ্পত্তিকরণ ব্যবসায়িক, ট্রেড লাইসেন্স, স্থানীয়ভাবে সালিশসহ বিভিন্ন ধরণের পারিবারিক জটিলতা সমাধানসহ কার্যকর ভূমিকা পালন করে। এ কাঠামো ভেঙ্গে আমলাতান্ত্রিক উপায়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করলে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ আশাহত হবেন। জনগণের ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানগণ জনগণের নিকট দায়বদ্ধ। ইউনিয়ন পরিষদ কাঠামো ভেঙ্গে দিলে সামাজিক, পারিবারিক অস্থিরতা সহ বিশৃঙ্খলা দেখা যেতে পারে। গত ৫ই আগস্ট পরবর্তী বিশৃঙ্খলা ও পুলিশের নিস্ক্রিয়তার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ মিলে অন্তবর্তী সরকারের কাধে কাধ মিলিয়ে দিন রাত কঠোর পরিশ্রম করে জনগণের জান-মালের নিরাপত্তা দিয়েছেন। কিন্তু এ অবস্থায় সকল ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দিলে জনপ্রিয় অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং জনমনে অসন্তোষ দেখা দেবে। ফলে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ সরকার গঠিত হয়েছিল তা অর্জিত হবে না।

 প্রাচীন এ জনপ্রিয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নিদিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার সবিনয় অনুরোধ জানাচ্ছি।

 স্মারকলিপি প্রদানকালে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মতিন, মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিকসহ উপজেলার ৭টি ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

 
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ