ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় পূবালী ব্যাংক পিএলসির এটিএম-সিআরএম বুথ উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১০-১৬ ১৫:২৫:০২

 রাজবাড়ী জেলার পাংশা শহরের অনুপ দত্ত নিউ মার্কেটে গতকাল ১৬ই অক্টোবর বিকালে পূবালী ব্যাংক পিএলসি শাখায় গ্রাহক সেবা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে এটিএম-সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।

 অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর রিজিওনের রিজিওনাল ম্যানেজার ও ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান সরদার আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এটিএম-সিআরএম বুথ উদ্বোধন করেন।

 পূবালী ব্যাংক পিএলসি পাংশা শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের এটিএম-সিআরএম বুথ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অনুপ দত্ত নিউ মার্কেটের অন্যতম স্বত্বাধিকারী নিখিল কুমার দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী অশোক কুমার পাল, দিবাকর অধিকারী ও নাসিরুল হক বক্তব্য রাখেন।

 প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর রিজিওনের রিজিওনাল ম্যানেজার ও ডিজিএম মোহাম্মদ হাফিজুর রহমান সরদার বলেন, পাংশা একটি ঐতিহ্যবাহী বাজার। এখানকার ব্যবসায়ীরা সুনামের সাথে ব্যবসায়িক কার্যক্রম ও ব্যাংকিং লেনদেন করে আসছেন।

 তিনি বলেন, পাংশা শহরের প্রাণকেন্দ্রে অনেক আগেই পূবালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এতদিন এখানে ব্যাংকের এটিএম-সিআরএম বুথ ছিল না। গ্রাহকদের প্রত্যাশা পূরণে এখন থেকে ব্যাংকের এটিএম-সিআরএম বুথ চালু হল। গ্রাহকগণ সুবিধামতো টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। তিনি গ্রাহকদের ব্যাংক থেকে কার্ড সংগ্রহ করে এটিএম-সিআরএম বুথ ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণের আহবান জানান। 

 পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পূবালী ব্যাংক পিএলসি পাংশা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 এদিকে পূবালী ব্যাংক পিএলসি পাংশা শাখার এটিএম-সিআরএম বুথ উদ্বোধনের পরপরই কয়েকজন গ্রাহক বুথের মাধ্যমে টাকা জমা দেন।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ