ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর প্রয়াত রাজনীতিবিদ ও বিএনপি নেতা কাজী মতিনের ৫ম মৃত্যু বার্ষিকী আজ
  • শিহাবুর রহমান
  • ২০২৪-১০-১৬ ১৫:২৭:৫৪

আজ ১৭ই অক্টোবর প্রয়াত রাজনীতিবিদ ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিনের ৫ম মৃত্যু বার্ষিকী। 
 ২০১৯ সালের এই দিনে ইন্তেকাল করেন। বরেণ্য রাজনীতিবিদ কাজী আব্দুল মতিন ১৯৫৩ সালের ৩০শে মার্চ রাজবাড়ী সদর উপজেলার বরাটে জন্ম গ্রহণ করেন। 
 ছাত্র জীবনে তিনি ১৯৭৭ সালে রাজবাড়ী সরকারী কলেজ সংসদে ভিপি নির্বাচিত হন। ছাত্র রাজনীতির কারণে তিনি ফরিদপুর কেন্দ্রীয় কারাগারে ২৫ মাস কারাভোগ করেন। পরবর্তীতে ১৯৮০ সালে মেজর জেনারেল জিয়াউর রহমান নতুন রাজনৈতিক দল বিএনপি গঠন করলে তিনি জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতি শুরু করেন। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর ২০০০ সালে তিনি জেলা বিএনপির সভাপতি পদেও দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কাজী আব্দুল মতিন ছিলেন বিএনপির একজন ত্যাগী নেতা ও স্বচ্ছ রাজনীতিবিদ। জেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে যাদের অবদানের কথা শোনা যায় তার মধ্যে অন্যতম ছিলেন এই কাজী আব্দুল মতিন।
 রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন প্রথম শ্রেণীর একজন ঠিকাদার ও ব্যবসায়ী। দীর্ঘদিন তিনি জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে দায়িত্বরত ছিলেন।
 জেলার ক্রীড়াঙ্গনেও বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মতিনের ছিল বিশেষ অবদান। জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি ২০০৬ সাল পর্যন্ত সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১৭ই অক্টোবর তিনি ৬৬ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
 তার পুত্র কাজী আরাফাত হাসান জিসান জানান, আজ ১৭ই অক্টোবর তারা বাবার ৫ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে বাদ জোহর শহরের বড়পুল জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হবে।
 এছাড়াও ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও ছাত্রদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ