ঢাকা যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত জিপি পদে নিয়োগ পেয়েছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কৃতি সন্তান এডঃ সফিকুল ইসলাম।
গত ১৪ই অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, ঢাকার যুগ্ম জেলা জজ, দ্বিতীয় আদালতের অতিরিক্ত জিপি পদে সদ্য নিয়োগপ্রাপ্ত এডঃ সফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি সেন্ট্রাল ‘ল’ কলেজ থেকে এলএলবি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৯ সালের ৮ই আগস্ট বার কাউন্সিলের লাইসেন্স পান। এরপর ২০০৯ সালের ২০শে ডিসেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। পরবর্তীতে ২০১৫ সালের ১৫ই এপ্রিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্রাক্টিসের অনুমতি প্রাপ্ত হন। এছাড়া ২০১৫ সালে তিনি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন।
উল্লেখ্য, গত ১৪ই অক্টোবর ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, সিএমএম আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে মোট ৬৬৯ জন আইনজীবীকে পিপি, জিপি, এপিপি ও এজিপি হিসেবে নিয়োগ প্রদান করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ(জিপি- পিপি শাখা)।