প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশে সংগঠনকে সংহত ও সংগঠনের শক্তি বৃদ্ধি করা এবং সংগঠনের কার্যক্রম বিস্তৃতির লক্ষ্যে গত ১৮ই অক্টোবর থেকে আগামী ৩১শে অক্টোবর সাংগঠনিক পক্ষ পালনের কর্মসূচী গ্রহণ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি।
এই কর্মসূচীর অংশ হিসেবে গত ১৮ই অক্টোবর বিকেল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা কার্যালয়ে সাংগঠনিক পক্ষের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও বিভাগীয় সংগঠক এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ফেরদৌসী সুলতানা মায়া ও শেহনাজ ইসলাম জুলিয়া, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা, এডঃ নাজমা সুলতানা এবং সম্পাদকমন্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।