ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে আটক ৪জন জেলের জরিমানা॥৬০ কেজি ইলিশ জব্দ
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-১৯ ১৫:০১:৪২

রাজবাড়ীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ৪জন জেলেকে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 এ সময় জেলেদের নৌকা থেকে উদ্ধার করা ৬০ কেজি ইলিশ স্থানীয় ৫টি এতিমখানায় দেওয়া হয়েছে এবং ১০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 গতকাল ১৯শে অক্টোবর বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর সদর উপজেলার ধাওয়াপাড়া(জৌকুড়া) ঘাট থেকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আরডিসি মোঃ খায়রুল ইসলাম।

 জেলা মৎস্য অফিসার(ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে রাজবাড়ী সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে ৫হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময়  ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। এছাড়াও জব্দকৃত ৬০ কেজি ইলিশ ৫টি এতিমখানায় দান করা হয়।

 অভিযানে জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান, রাজবাড়ী সদর মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য অফিসার(ইলিশ) বনি আমিন পিয়াস সহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট টিমকে সহায়তা করেন রাজবাড়ী জেলা পুলিশের ১টি টিম। 

 উল্লেখ্য, এর আগে গত ১৮ই অক্টোবর মোবাইল কোর্টের ৪জন জেলেকে ৭দিনের কারাদন্ড ও ১জনকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে জব্দকৃত ৪০ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় দান এবং জব্দ হওয়া ৩ লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ