জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের অভিযানে গতকাল ২০শে অক্টোবর মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে সদর উপজেলার কোলার হাট বাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটি হলো- মেসার্স মল্লিক ট্রেডার্স ও আশা কৃষি ভান্ডার। এর মধ্যে মেসার্স মল্লিক ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও আশা কৃষি ভান্ডারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অব্যাহত বাজার তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে উল্লেখিত দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।