ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে নিজের এলাকার ১৩টি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর
  • শেখ রনজু আহাম্মেদ
  • ২০২০-১০-২৪ ১৪:১৮:১২
রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর(১, ২ ও ৩ নং ওয়ার্ড) ফারজানা আলম ডেইজি গতকাল ২৪শে অক্টোবর বিকালে নিজ এলাকার ১৩টি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে আর্থিক সহায়তা প্রদান করেন -মাতৃকণ্ঠ।

 রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর(১, ২ ও ৩ নং ওয়ার্ড) ফারজানা আলম ডেইজি গতকাল ২৪শে অক্টোবর বিকালে নিজ এলাকার ১৩টি দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ব্যক্তিগত অনুদানের নগদ অর্থ তুলে দেন। 

  প্রথমে বিনোদপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক অসীম সরকার ও কোষাধ্যক্ষ বাবুল কুমার দে’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় কাউন্সিলর ফারজানা আলম ডেইজি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। 

  কাউন্সিলর ফারজানা আলম ডেইজি বলেন, আমি গত পৌরসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে ৫টি বছর আমার এলাকার মানুষের পাশে রয়েছি। তাদের বিপদে-আপদে আমাকে ডাকলেও পাশে পেয়েছে, না ডাকলেও পেয়েছে। আগামী নির্বাচনেও আমি একজন প্রার্থী। তাই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ