বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবীতে ও দাবী আদায়কালে ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন করেছে শিক্ষকরা।
গতকাল ২৪শে অক্টোবর সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধনে বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহ্ মুজতবা রশীদ আল কামাল, সাধারণ সম্পাদক মোঃ কাওসার হামিদ, ডাঃ আবুল হোসেন কলেজ শাখার সভাপতি দুলাল চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সদস্য সাইদা ইয়াসমিন, তৃষ্ণা দত্ত, সাবিহা মেরিন ও ধরণী কান্ত বিশ্বাসসহ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলার একমাত্র বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আবুল হোসেন কলেজের অনার্স-মাস্টার্স শাখার ২১ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, রাজনৈতিক রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে ৪৯৫ টি বেসরকারী এমপিওভুক্ত কলেজে প্রায় নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষককে কোনো বেতনভাতা না দিয়ে এমপিওবিহীন করে রাখা হয়েছে, যা চরম বৈষম্যের নজির। অথচ ডিগ্রি পদের তৃতীয় পদের শিক্ষকরা নীতিমালা না থাকলেও এমপিওভুক্ত হতে পারছেন। উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে এমপিওহীন ওই শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই অনতিবিলম্বে বেসরকারী কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্ত করার দাবী জানান তারা। এছাড়া বক্তারা ঢাকা শিক্ষা ভবনের সামনে দাবী আদায়ের কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
পরে শিক্ষকরা রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার বরাবর তাদের দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেন।