ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানে ৭জন জেলের কারাদন্ড॥জাল পুড়িয়ে ধ্বংস
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২৪ ১৫:০১:৪৭

 রাজবাড়ী জেলার পদ্মা নদীতে সরকারী নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে গতকাল ২৪শে অক্টোবর মা ইলিশ শিকার করার অপরাধে ৭জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। 

 এ সময় জেলেদের কাছ থেকে জব্দকৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত ৩৩ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়।

 জানা গেছে, গতকাল ২৪শে অক্টোবর সকাল থেকে রাত পর্যন্ত জেলার পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৫৭ কিলোমিটার অংশে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৭জন জেলেকে আটক এবং উল্লেখিত জাল ও ইলিশ মাছ জব্দ করে। এ সময় মোবাইল কোর্ট অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৪জনকে ১০দিনের ও ৩জনকে ৭দিনের কারাদন্ড প্রদান করে। পরে জব্দকৃত ৩৩ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করে।

 রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলেদেরকে নিয়মিত জেল, জরিমানারসহ জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আগামী ৩রা নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ