ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রঘুনাথপুরে বিএনপির দুই নেতাকে পিটিয়ে জখম॥থানায় মামলা দায়ের
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-১০-২৬ ১৫:৩৩:৫৩

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ২৫শে অক্টোবর সকালে বিএনপির দুই নেতাকে একটি কক্ষে আটকে রেখে পিটিয়ে জখম করার ঘটনায় একই দিন রাতে থানায় ১১জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে।

 আহত অবস্থায় ওই দুই নেতাকে চিকিৎসা দিতে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 আহতরা হলো- রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের মৃত এনায়েত মোল্লার ছেলে ও রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী মোল্লা(৫০) এবং পৌরসভার নুরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত হোসেন খোকন(৪৫)।

 আহত আক্কাস মোল্লা বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধে গ্রাম্য শালিসে মিটমাট হবার পর পাওনা টাকা আনতে গত ২৫শে অক্টোবর সকালে সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শামসুল রহমানের বাড়ীতে তিনি ও মহব্বত হোসেন খোকন যান। ওই সময় পূর্ব পরিকল্পিতভাবে শামসুল রহমান, ইউসুফ ও রুবেলের নেতৃত্বে ৪০/৪৫ জন দুর্বৃত্তরা তাদের কৌশলে একটি কক্ষে আটকে রেখে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। পরবর্তীতে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।

 রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় আহতদের একজনের জামাতা বাহারুল ইসলাম হিরু বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ খবর লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ