ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কশবামাজাইলে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি ও ককটেলসহ ১জন গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২৬ ১৫:৩৬:৩০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামে গতকাল ২৬শে অক্টোবর সকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি ও ককটেলসহ মোঃ মকলেছুর রহমান ওরফে মকলেছ মন্ডল(৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

 গ্রেফতারকৃত মকলেছুর রহমান সুবর্ণখোলা গ্রামের মৃত ছবেদ আলী মন্ডলের পুত্র। সে দুবাই প্রবাসী। মাস চারেক হলো বাড়িতে ফিরে কৃষি কাজে সম্পৃক্ত ছিল। তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।

 জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা ডাক বাংলোয় স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোস্তারী ফারুক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আলমগীর হোসেনসহ সঙ্গীয় সেনা সদস্য এবং পাংশা মডেল থানার এসআই মোঃ কামাল হোসেনসহ সঙ্গীয় পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে সুবর্ণখোলা গ্রামের রতন খার বসত বাড়ির টিনের একচালা বিশিষ্ট রান্না ঘরের পাশে পাটকাঠির পালার ভিতর থেকে দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক, ২টি কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার এবং মকলেছ মন্ডলকে আটক করে। সেখানে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী মূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছিল।

 এ ঘটনায় গতকাল শনিবার পাংশা মডেল থানায় এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে মকলেছ মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, ধারাঃ দি আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৯(এ) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইনের ৪/৬।

 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। তিনি অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে গোপনে পুলিশের কাছে তথ্য প্রদানের আহবান জানান।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ