॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭শে অক্টোবর বিকেলে গোয়ালন্দ উপজেলা যুবদল ও পৌর যুবদল এ আয়োজন করে।
উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ ও পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান ইসলামের নেতৃত্বে র্যালীটি মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু। এতে যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।