রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে গতকাল ২৭শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর পাংশা শহরস্থ বাসভবন সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে ও পাংশা শহরের আজিজ সরদার বাস স্ট্যান্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, গতকাল রবিবার সকাল ১১টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ.আর. মাহমুদুল হক রোজেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের পর বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদারের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ.আর. মাহমুদুল হক রোজেন এবং প্রধান বক্তা হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পাংশা সরকারী কলেজের সাবেক ভিপি ও সাবেক জি.এস মোঃ হাবিবুর রহমান রাজা বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল এডভোকেট এ এস এম মোক্তার কবির খান নান্নু, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত সরদার, রাজবাড়ী জেলা বিএনপির অন্যতম নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ ও পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফজলুল হক টুকু প্রমূখ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পেনু, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজাহান শেখ, হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল লতিফ খান, আকবর হোসেন বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ এমআর রনো ও ডাঃ রাকিবুল ইসলাম আকাশ চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা কার্যক্রমে সহযোগিতা করেন সিএইচসিপি গোলাম সরোয়ার বাবু।