ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর বড় লক্ষীপুরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২৮ ০৫:২১:৩৫

 বাড়ী নির্মাণে চাঁদা না দেওয়ায় রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষীপুর এলাকার ব্যবসায়ী সাগর বিশ্বাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

 গত ২৫শে অক্টোবর বড় লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাগর বিশ্বাসকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 এ ঘটনায় আহত সাগর বিশ্বাসের পিতা আজিমউদ্দিন বিশ্বাস বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্তরা হলো- অপু সরদার(৩০), মোঃ রনি সরদার, মঞ্জু সরদার(৪৮), জিসান সরদার (২০), সাকিব সরদার(২০), সম্রাট সরদার(২০), খোরশেদ(৫০) সরদার, আনজু সরদার  (৪৮)সহ অজ্ঞাত আরো  কয়েকজন।

 অভিযোগে উল্লেখ কার হয়, গত ৮/৯ মাস আগে তিনি বড় লক্ষীপুরে বসতবাড়ী সংলগ্ন জমিতে তিনতলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এই ভবন নির্মাণের সময় মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জু সরদার তাদের কাছে ৭লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি করলে তারা তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছিলো। এর জের ধরে গত ২৫শে অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তার ছেলে সাগর বিশ্বাস বসত বাড়ীর সামনে দাঁড়িয়ে থাকলে উল্লেখিতরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার কাছে ৩লক্ষ টাকা চাঁদা দাবী করে। এতে সে অস্বীকৃতি করলে তারা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে বসতবাড়ী লুটপাট ও ভাংচুর করে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে পালিয়ে যান।

 আহত সাগর বিশ্বাসের ভাই রানা বিশ্বাস বলেন, আমিসহ আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যৌথ বাহিনীকে মঞ্জু ও তার সন্ত্রাসী বাহিনীদেরকে অতি দ্রুত গ্রেফতারের ও জোর দাবী জানাচ্ছি।

 এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ