রাজবাড়ীতে বাসে চলাচলকারী বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের হাফ ভাড়া পাসের জন্য জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কাছে আবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার প্রতিনিধিরা।
গতকাল ২৮শে অক্টোবর বেলা ১১টায় সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে গিয়ে এই আবেদনপত্র জমা দেন তারা।
এ সময় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন বাবুসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার শিক্ষার্থীদের পক্ষে মোঃ রাজিব মোল্লা, নয়ন মুন্সি, সোহেল, সোয়াইব আহমেদ, সাজ্জাদ মিয়া, সেলিম প্রামানিক, সাব্বির মোল্লা, তূর্য ও রাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার শিক্ষার্থীদের প্রতিনিধি মোঃ রাজিব মোল্লা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবী ছিল রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া পাসের জন্য। আমরা সেই আলোকে আজ একটি আবেদন পত্র সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের কাছে দিয়েছি। তারা নিজেরা এ ব্যাপারে মিটিং করে আমাদেরকে আগামী ২/৩ দিনের মধ্যে লিখিত আকারে তাদের সিদ্ধান্ত জানাবে। আমরা আশাবাদী আমাদের দাবী তারা দ্রুতই মেনে নেবে। মালিক সমিতির নেতারা কুষ্টিয়া ও ফরিদপুরের সাথে সমন্বয় করে হাফ ভাড়া পাস করবে। শুধুমাত্র স্কুল ও কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা এ সুবিধা পাবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে এ সুবিধা তারা পাবে না।
এ বিষয়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধিরা এসে আমাদের কাছে বাসে হাফ ভাড়া পাসের জন্য একটি আবদেন পত্র জমা দিয়েছে। আমরা পার্শ্ববর্তী জেলা ফরিদপুর ও কুষ্টিয়া জেলার বাস মালিক সমিতির সাথে আলাপ আলোচনা করে ও আমাদের জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের সাথে আলোচনা করে আমরা তাদের সিদ্ধান্ত জানাবো।