ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ২৭ জেলের বিনাশ্রম জেল॥কারেন্ট জাল জব্দ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-২৮ ১৫:১২:৪৯

 রাজবাড়ী জেলার পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পর্যন্ত এলাকায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে গতকাল ২৮শে অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের অভিযানে ২৭ জন জেলে আটক, ১লাখ ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১২৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

 এ সময় মোবাইল কোর্ট আটক জেলেদের বিভিন্ন মেয়াদী বিনাশ্রম কারাদন্ড ও ৮ হাজার টাকা জরিমানা প্রদান করে। এছাড়াও জব্দকৃত ১ লাখ ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং ১২৮ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করা হয়।

 জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ই অক্টোবর থেকে গতকাল ২৮শে অক্টোবর পর্যন্ত ১৬দিনে জেলায় মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে মোবাইল কোর্টে মোট ১৮৬জন জেলেকে বিভিন্ন মেয়াদী কারাদন্ড, ৯৭ হাজার ৪০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও এই ১৬দিন অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১৩ লাখ ২৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও ১হাজার ৫৯ কেজি ইলিশ মাছ জেলেদের কাছ থেকে জব্দ করে স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

 তবে এ খবর লেখা পর্যন্ত অভিযানে নদীতে ইলিশ শিকার জেলেদের ব্যবহৃত কোন ট্রলার বা নৌকা জব্দের বিষয় জানাতে পারেনি মৎস্য বিভাগ।

 বিভিন্ন সূত্র জানায়, জেলেদের ব্যবহৃত ট্রলার জব্দ বা আটক না হওয়ায় ওই ট্রলার ফের নদীতে ইলিশ শিকারে ব্যবহৃত হচ্ছে। ফলে মা ইলিশ সংরক্ষনের অভিযান সফলতা পাচ্ছে না।   

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ